রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জারিফ নামের ওই শিক্ষার্থী। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ জনে।
জারিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সকাল ৯টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জারিফ, যার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।
এর আগের দিন শুক্রবার, সকালেই মারা যায় ১০ বছর বয়সী আয়মান এবং দুপুরে ১৩ বছর বয়সী মাকিন।
বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন জানিয়েছেন, সেখানে ভর্তি ৪০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে অনেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এদিকে, সুস্থ ১৫ জনকে আজ শনিবার থেকেই ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জানান, দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে কাজ করছেন সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল।
বার্তা বিভাগ প্রধান