পাহাড়ে কোনো বৈষম্য রাখা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার দুপুরে রাঙামাটি শহরের বনরূপা চৌমুহনীতে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ বলেন, ‘এনসিপি পাহাড়ের সকল জনগোষ্ঠীকে নিয়ে কাজ করবে। এখানে কোনো বৈষম্য রাখা হবে না। অতীতে বৈষম্যের কারণে পাহাড়ে যে সমস্যা তৈরি করা হয়েছে, এ বৈষম্য সাবেক সংসদ সদস্য এম এন লারমা মানেননি। সে বৈষম্য দূর করতে কাজ করবে এনসিপি।’
এ সময় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য প্রান্তিক এলাকায় শাস্তি হিসেবে বদলি করা হয়। এটি কোনো সমাধান নয়। যে-সব এলাকায় এসব দুর্নীতিগ্রস্তদের বদলি করা হয় এসব এলাকার মানুষ কি ভিন্ন?’
সারজিস বলেন, ‘এসব দুর্নীতিগ্রস্তরা যেখানে যাবে সেখানেই দুর্নীতি করবে। এসব দুর্নীতিগ্রস্তদের কোনো জায়গায় জনগণের সেবক হিসেবে দেখতে চাই না।’
এর আগে রাঙামাটি শহরের শিল্পকলা থেকে পায়ে হেঁটে বনরূপা পর্যন্ত আসেন এনসিপির নেতারা। এনসিপির এ কর্মসূচিকে ঘিরে রাঙামাটিতে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন ছিল সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।