গত বছরের এই দিনে রংপুরে শিক্ষার্থী আবু সাঈদের ওপর গুলি চালায় পুলিশ। এতে শহীদ হন তিনি।
জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ বুধবার সারা দেশে রাষ্ট্রীয় শোক। গেল বছরের ১৬ জুলাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে শিক্ষার্থী আবু সাঈদের ওপর গুলি চালায় পুলিশ। এতে শহীদ হন তিনি। এটি ছিল আন্দোলনে প্রথম হত্যার ঘটনা।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে একই দিনে বিভিন্ন স্থানে আরও ৫ জন নিহত হন।
জুলাই শহীদ দিবস নিয়ে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, ১৬ জুলাই দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা ও বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও অন্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে।