পুরো ২ দিন সার্ভার ডাউন থাকার পর আবার সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগ ২ ও ৫ বিদ্যুৎ এর টোকেন রিচার্জ চাল হয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায় উপশহর সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগ ২ অফিসে প্রচন্ড মানুষের ভিড় তাদের ঘরে বিদ্যুৎ নাই।
বিদ্যুৎ অফিস বলছে যাদের টোকেন রিচার্জ হচ্চেনা তা মিটার চেঞ্জ করে নতুন মিটার নিতে হবে।
সার্ভার চালুর খবর পেয়ে গ্রাহক দের মাঝে স্বস্তি দেখা যায়। সার্ভার আবার চালু হয়েছে বিদ্যূতের গ্রাহক যারা আছেন তারা উদ্বেগ উৎকণ্ঠার মাঝে ছিলেন এক গ্রাহক বলেন দুর্ভোগ পুরাপুরি কেটে গেছে বলতে পারছি না, আপাততো প্রিপেইড কার্ড রিচার্জ করতে পারবেন।
তবে নির্বাহী প্রকৌশলী আমাদের জানিয়েছেন এটি একটি পাইলোট প্রকল্প। এবং এই পাইলোট প্রকল্পের অধীনে প্রথম বার যে মিটার লাগানো হয়েছে সেই সব মিটার সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগ ২ ও ৫ আন্ডারে যারা আছেন তাদের সকল মিটার কিন্তু এক একে পরিবর্তন করে নতুন মিটার নিতে হবে। এবং এটি বিনামূল্যে প্রতিস্থাপন করে লাগিয়ে দেওয়া হবে।