সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। গত ১০ ও ১১ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
সিলেট ও সুনামগঞ্জের সোনালীচেলা, কালাসাদেক, সোনারহাট, প্রতাপপুর, বিছনাকান্দি এবং উৎমা বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, সানগ্লাস, মহিষ, সুপারি, জিরা, চিনি, ভারতীয় বিড়ি, সাবান, নবরত্ন হেয়ার অয়েল, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়।
এছাড়া সিলেট ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল, বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় টাস্কফোর্সের অংশ হিসেবে সিলেট শহরের বিভিন্ন গোডাউনে যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় সুপারি জব্দ করে।
উল্লেখ্য, উক্ত অভিযানে আনুমানিক জব্দকৃত চোরাচালান পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৩ লক্ষ ৬০ হাজার ৬০০ টাকা
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক বলেন,‘সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পরিচালিত হচ্ছে। এই অভিযান তারই ধারাবাহিকতা।’
আটককৃত মালামালসমূহের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়। বিজিবি কর্তৃপক্ষ চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনসাধারণের সহযোগিতাও কামনা করেছে।