রাজধানীর পুরান ঢাকায় মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় যুবদল ও স্বেচ্ছাসেবক দল থেকে তিনজনকে বহিষ্কার করা হয়েছে।
আজ শুক্রবার যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়।
যুবদল নেতা রজ্জব আলী পিন্টু ও সাবাহ করীম লাকিকে সংগঠন থেকে আজীবন বহিষ্কারের কথা জানিয়ে শুক্রবার রাতে প্রেস বিজ্ঞপ্তি দেয় যুবদল। বহিষ্কারের পাশাপাশি, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয়।
এদিকে, আরেক আসামি স্বেচ্ছাসেবক দলের কর্মী কালুকেও আজীবন বহিষ্কার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসম্মুখে মোহাম্মদ সোহাগ নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার আসামি কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু-কে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে আজীবন বহিস্কার করা হয়েছে।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বহিস্কৃতের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। দলের নেতা-কর্মীদের তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
সলিমুল্লাহ মেডিকেলের সামনে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ২ জন রিমান্ডেসলিমুল্লাহ মেডিকেলের সামনে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ২ জন রিমান্ডে
এদিকে, পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার দুই মামলায় মাহমুদুল হাসান মহিনকে ৫ দিন ও তারেক রহমান রবিনকে ২ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
বুধবার সন্ধ্যার কিছু আগে, মিটফোর্ড হাসপাতাল এলাকায়, মোহাম্মদ সোহাগ নামে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করা হয়। শুক্রবার ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর রাতে, চার জনকে গ্রেপ্তারের তথ্য জানায় আইনশৃঙ্খলা বাহিনী। হত্যার ঘটনায়, নিহতের বড় বোন কোতয়ালী থানায় মামলা দায়েরের পর, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ ও র্যাব। পরে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।