রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টা ৫৮ মিনিটে বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের সামনে এই বিস্ফোরণ হয়।
এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল আমিন বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, এই বিস্ফোরণে ইমন হাওলাদার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার এক যুগ্ম আহ্বায়ক আহত হয়েছেন বলে জানা গেছে। তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
এরআগে, গত ২৩ জুন ও ২ জুলাইও এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়।