সিলেট সফরে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আহ্বানে আজ সোমবার (৭ জুলাই) সিলেটে আসছেন তিনি।
মির্জা ফখরুল নগরীর পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপি মহাসচিবের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ, ইকবাল মাহমুদ টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং যুগ্ম সম্পাদক খাইরুল কবির খোকনসহ আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন।
বিএনপি নেতা এম এ মালিক বলেন, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব। পরে দলীয় সভায়ও অংশ নেবেন তিনি। মহাসচিবের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।