সিলেটে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় সিলেটে আরও একজন করোনা রোগী সনাক্ত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় আরও একজনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় ২২ জনের নমুনা পরীক্ষা করা হলে তারমধ্যে সনাক্ত হয়েছেন ১ জন। এখন পর্যন্ত সনাক্ত হওয়া ২৬ জনের মধ্যে ৪ জন হাসপাতালে ভর্তি আছেন। এই চারজনের সবাই সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে ভর্তি বাকিরা বাসা-বাড়িতে ফিরে গেছেন।
স্বাস্থ্য অফিস সূত্র জানায়, এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সিলেটে দুইজন মারা গেছেন। দুইজনই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা বয়স্ক ও বিভিন্ন রোগে ভূগছিলেন।
বার্তা বিভাগ প্রধান