সিলেটের কালিঘাট বাজারে ভোক্তাদের স্বার্থরক্ষায় জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (০২ জুলাই) বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ-এর নেতৃত্বে এবং ওয়্যারেন্ট অফিসার জিল্লুর রহমান (৩৪ বীর)-এর উপস্থিতিতে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে চাল, ডাল, আটা, তেল, চিনি ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় ও বিক্রয় ভাউচার যাচাই করা হয়। একইসঙ্গে বিক্রয়মূল্যে অতিরিক্ত মুনাফা আদায় এবং পণ্যের গুদামজাতকরণে অনিয়ম আছে কি না তা খতিয়ে দেখা হয়।
এসময় লাইসেন্সবিহীনভাবে ব্যবসা পরিচালনার দায়ে দুটি দোকানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে নুরে আলম স্টোরকে ২৫ হাজার ও আবু ইউসুফ স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।