মক্কা থেকে হাজিদের মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। সৌদি আরবের স্থানীয় সময় বুধবার ভোর থেকেই নিজ আবাসন থেকে মিনার পথে যেতে থাকেন হাজিরা।
আজ সারাদিন মিনায় তালবিয়া, জিকির, তিলাওয়াত ও দোয়ায় মগ্ন থাকবেন হাজিরা। বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন তাঁরা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে পুরো ময়দান।
এর পরদিন শুক্রবার সৌদিতে পালিত হবে ঈদুল আজহা। এদিন- শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ, কুরবানি এবং মাথা ন্যাড়া করবেন হাজিরা।
এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৪ লাখ ৭০ হাজারের বেশি হজযাত্রী পবিত্র হজে অংশ নিয়েছেন।