গাজায় আশ্রয়কেন্দ্রে হামলা, ৩৬ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক: গাজা সিটির এক আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার বেসামরিক প্রতিরক্ষাকর্মীরা বলেছেন, তারা ধ্বংসস্তূপে কয়েক ঘণ্টা অভিযান পরিচালনা করেছেন এবং অনেককে উদ্ধার করেছেন। আল-জাজিরার খবর বলছে, হামলার আগে কোনো ধরনের সতর্ক সংকেত দেওয়া হয়নি। সেখানে উপস্থিত জনসাধারণ বলছে, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই স্থানে অবস্থিত ভবনের বিভিন্ন অংশে আগুনও ধরে যায়। সেসব আগুন নেভাতেও কয়েক ঘণ্টা সময় লেগেছে। তবে বেসামরিক প্রতিরক্ষাকর্মীরা কাজ চালিয়ে গেছেন। তাদের হাতে আধুনিক যন্ত্রপাতি না থাকায় উদ্ধার তৎপরতায় দেরি হয়েছে। অনেক কর্মীকে কোনো রসদ ছাড়া খালি হাতে কাজ করতে হয়েছে।
গাজায় এটি একমাত্র হামলা ছিল না। পুরো উপত্যকাতেই হামলা হয়েছে। বিশেষ করে উত্তর গাজায় অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে একটি আবাসিক ভবনে কোনো সতর্কতা সংকেত ছাড়াই হামলা চালানো হয়। এতে একই পরিবারের অন্তত ১৯ জন মারা যান। এ ছাড়া খান ইউনিসের আবাসিক অঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনী স্থল অভিযান পরিচালনা করে। সে সময় ওপর থেকে তাদের নিরাপত্তা দেয় ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন।
এদিকে, বিশ্বনেতাদের ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপে অনুরোধ জানিয়েছে স্পেন। প্রায় ২০টি ইউরোপীয় ও আরব রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা মাদ্রিদে দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে আলোচনার লক্ষ্যে একত্রিত হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে দীর্ঘ সময় ধরে ইসরায়েল পাশে পেয়েছে। তবে এবার গাজার প্রতিকূল পরিস্থিতিতে তাদের মধ্যেও বেশ কয়েকটি দেশকে ইসরায়েলের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় অন্তত ৫৩ হাজার ৯৩৯ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৭৯৭ জন। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর বলছে, মৃতের সংখ্যা ৬১ হাজার সাত শরও বেশি হবে। গাজার ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে তারা মৃতের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সূত্র: আল-জাজিরা

প্রতিনিধি
Leave a comment
এই বিভাগের আরো সংবাদ

অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করল যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সব মার্কিন দূতাবাসে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ স্থগিতবিস্তারিত

গাজায় আশ্রয়কেন্দ্রে হামলা, ৩৬ ফিলিস্তিনি নিহত
অনলাইন ডেস্ক: গাজা সিটির এক আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।বিস্তারিত