গাজায় স্কুলে ইসরায়েলি বোমা হামলায় নিহত ২৫

অনলাইন ডেস্ক:
গাজা উপত্যকায় একটি স্কুল ও আশ্রয়কেন্দ্রে দখলদার ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন রেড ক্রস কর্মী, একজন সাংবাদিক এবং কয়েকজন শিশু রয়েছে। এছাড়া নিহতদের মধ্যে একজন গাজার সবচেয়ে কম বয়সী (১১ বছর) ইনফ্লুয়েন্সার ইয়াকিন হাম্মাদও রয়েছে। খবর আল জাজিরার।প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় একটি স্কুল ও আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, মাদ্রিদে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন। ইউরোপ ও আরব বিশ্বের ২০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে এই বৈঠকে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫৩ হাজার ৯৩৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২২ হাজার ৭৯৭ জন আহত হয়েছেন।অন্যদিকে, গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস জানায়, বাস্তব মৃত্যু সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে, কারণ বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে।
এদিকে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, তারা ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা উক্ত ক্ষেপণাস্ত্রটি মাঝপথে ভূপাতিত করেছে।চলতি বছরের ১৮ মার্চ থেকে পুনরায় গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী, যা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেয়। সেই সময় থেকে ইসরায়েলি হামলায় আরও ৩ হাজার ৭৪৭ জন নিহত ও প্রায় ১০ হাজার ৬০০ জন আহত হয়েছেন।ত বছর নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

প্রতিনিধি
Leave a comment
এই বিভাগের আরো সংবাদ

অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করল যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সব মার্কিন দূতাবাসে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ স্থগিতবিস্তারিত

গাজায় আশ্রয়কেন্দ্রে হামলা, ৩৬ ফিলিস্তিনি নিহত
অনলাইন ডেস্ক: গাজা সিটির এক আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।বিস্তারিত