Main Menu

যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়ল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সংগঠনের নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

আজ রোববার বিকেলে এ হুঁশিয়ারি দিয়ে শাহবাগে অবরোধ প্রত্যাহার করার কথা জানান তিনি।

সাম্য হত্যার বিচারের দাবিতে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বর্তমান প্রশাসনের ব্যর্থতার সাথে সাথে সরকারও ব্যর্থতার পরিচয় দিয়েছে। যে কারণে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে একটি হত্যার আসামি গ্রেপ্তার করতে পারছে না সরকার।’

সমাবেশে নিহত সাম্যর ভাই অভিযোগ করেন, ‘রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম‍্যর চরিত্র হননের চেষ্টা করছে যা মিথ্যাচার।’

এর আগে দুপুরে সাম্যের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছাত্রদল নেতা–কর্মীরা বলছেন, বেধে দেওয়া সময় পেরিয়ে গেলেও মূলহোতাদের গ্রেপ্তার করতে না পারায় তাদের এ কর্মসূচি।

গত ১৩ মে রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নৃশংসভাবে খুন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। সাম্য হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে আসছে বিভিন্ন সংগঠন। এর ধারাবাহিকতায় আজ রোববার বেলা ১১টায় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এ সময় হত্যার দ্রুত বিচারে প্রয়োজনীয় সবকিছু করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খাঁন। কর্মসূচি শেষে দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নানা স্লোগান দেন তারা। এদিকে, ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি চললেও ক্লাস-পরীক্ষা স্বাভাবিক রয়েছে।

এরপর উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সচিবালয়ে সাক্ষাত করেন। প্রায় ৩০ মিনিটের বৈঠক শেষে আইআর বিভাগের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম বলেন, সাম্য খুনের বিচার যেন দ্রুত হয় তা জানিয়েছি উপদেষ্টাকে। স্বরাষ্ট্র উপদেষ্টা অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।

সাম্য খুনের মূল হোতাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীরের কাছে দাবি জানিয়েছে তার সহপাঠী ও শিক্ষকরা। তারা জানান, এই খুনের মামলা ডিবিতে হস্তান্তর করা হচ্ছে বলে উপদেষ্টা তাদেরকে জানিয়েছেন।

সাম্যর বন্ধু ও সহপাঠী নাহিয়ান ইসলাম বলেন, ‘সাম্য খুনের মূল হোতাদের এখনও ধরা হয়নি। মূল যে সাসপেক্ট, যে ছুড়ি মেরেছে তাঁকে গ্রেপ্তার করতে পারলে এক্ষেত্রে আশ্বস্ত হবো। স্বরাষ্ট্র উপদেষ্টা যদিও আশ্বস্ত করেছেন প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের বিষয়ে। বিশেষ ট্রাইবুনালে বিচারের কথা বলেছে আইন মন্ত্রণালয়।’

গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আট চল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে শাহবাগ থানা ঘেরাও করেছিল সাধারণ শিক্ষার্থীরা। থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রায় ১ ঘণ্টার আলোচনা শেষে শিক্ষক ও শিক্ষার্থীর প্রতিনিধি দল আগামী রোববার সকাল পর্যন্ত সময় বেঁধে দেন। শিক্ষার্থীরা বলেন, দোষীদের গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে নৃশংসভাবে খুন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। শিক্ষার্থী সাম্য হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বুধবার ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন। শুক্রবার সকালে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন সাম্যের সহপাঠী, অন্যান্য শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পরে শাহবাগ থানার সামনে অংশ নেন তারা। এ সময় হত্যার বিচার দাবিসহ তিনটি দাবি জানান শিক্ষার্থীরা।

Leave a comment






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *