ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ, মাঝ পথেই ধ্বংস রকেট

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) আজ রোববার সকালে তাদের ১০১তম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। তবে উৎক্ষেপণের এক মিনিটের মধ্যেই যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
ইসরোর কর্মকর্তারা জানান, আজ রোববার ভোর ৫টা ৫৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ইওএস-০৯ নিয়ে রওনা দেয় পিএসএলভি-সি৬১ মহাকাশযান। উৎক্ষেপণ সফল হলেও মিশনের তৃতীয় ধাপে গিয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর সঙ্গে সঙ্গে অভিযান বাতিল করতে বাধ্য হয় ইসরো।
আজ সকাল থেকেই ইসরোর কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ওই লাইভ অনুষ্ঠানেই প্রধান ভি নারায়ণান বলেন, ইসরোর মহাকাশ অভিযান ব্যর্থ হয়েছে।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে ইসরো বলে, ‘আজ ১০১তম মিশন শুরু করা হয়েছিল। পিএসএলভি-সি৬১ দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল। কিন্তু তৃতীয় ধাপে একটি বিশেষ পর্যবেক্ষণের কারণে এই মিশন শেষ করা গেল না।’
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরোর ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহটির ওজন ১ হাজার ৬৯৬ কেজি। ৫২৪ কিলোমিটারের কক্ষপথে (সান-সিংক্রোনাস পোলার অরবিট) এই কৃত্রিম উপগ্রহটিকে নামানোর কথা ছিল। কিন্তু অভিযানের তৃতীয় ধাপে যে মোটরটি ব্যবহার করা হয়, ২০৩ সেকেন্ডের মাথায় সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
ইসরো জানিয়েছে, কী কারণে এই ত্রুটি দেখা দিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।
ইসরো আরও বলেছে, এদিকে মিশনের ব্যর্থতার পর মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে রকেটটিকে। সেটির ধ্বংসাবশেষ পৃথিবীতেই এসে পড়বে। তবে তা থেকে যাতে কোনও বিপদ না-ঘটে, ইসরো তা নিশ্চিত করবে।
Leave a comment
Related News

ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ, মাঝ পথেই ধ্বংস রকেট
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) আজ রোববার সকালে তাদের ১০১তম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। তবে উৎক্ষেপণেরবিস্তারিত

দুই দশকের ইতিহাসের সমাপ্তি, বন্ধ হচ্ছে স্কাইপে
এক সময় ভিডিও কলিং মানেই ছিল স্কাইপে। তবে ব্যক্তিগত ও কর্পোরেট যোগাযোগের প্রধান মাধ্যম এইবিস্তারিত