গত বছর কর্তৃপক্ষ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। শিক্ষামন্ত্রী নুরিয়া বেঙ্ঘাব্রিত বলেন, পুরোটা সময়জুড়ে সারাদেশে ফেসবুক বন্ধ থাকবে। তিনি বলেন, তারা নিজেও এই সিদ্ধান্তে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। তবে প্রশ্নফাঁস ঠেকাতে এটা জরুরি।
এছাড়া ইন্টারনেট সংযোগ আছে এমন ইলেক্ট্রনিক ডিভাইস দেশজুড়ে ২ হাজার পরীক্ষার হলে নিষিদ্ধ করা হয়েছে। বসানো হয়েছে সিসি ক্যামেরাও। ২২ জুলাই শুরু হতে যাওয়া পরীক্ষা অংশ নিতে যাচ্ছে দেশটির ৭ লাখ শিক্ষার্থী।

















