দিল্লি প্রতিষেধক শূন্য। তাই আগে থেকেই অহেতুক কাউকে টিকাকেন্দ্রের বাইরে লাইন না দেওয়ার অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।
শনিবার থেকেই দেশ জুড়ে ১৮ বছরের ঊর্ধ্বে সকলের টিকাকরণ শুরু হওয়ার কথা। কিন্তু দিল্লিতে এই মুহূর্তে কোনও প্রতিষেধক মজুত নেই। তাই শুক্রবার সকালে দিল্লিবাসীর উদ্দেশে টুইট করে মুখ্যমন্ত্রী অরবিন্দ অনুরোধ করেছেন, ‘টিকাকেন্দ্রে লাইন দিয়ে অহেতুক ভিড় বাড়াবেন না’। প্রতিষেধক দিল্লি এসে পৌঁছলে সকলকেই জানিয়ে দেওয়া হবে, জানান তিনি।