সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী। নামাজ কালামের পাশাপাশি তিনি সব সময় ওজু অবস্থায় থাকতেন। বিভিন্ন অনুষ্ঠানে নিজেই মোনাজাত করতেন। খোদাভীরু হিসাবে মৃত্যু ও পরকাল বিশ্বাস করতেন।
তাই হয়তো কোনভাবে নিজের মৃত্যু টের পেয়েছিলেন। উনার পিতার নামে তৈরি করা দৃষ্টিনন্দন আধুনিক মসজিদের পাশেই ঠিক করে রেখেছেন নিজের শেষ ঠিকানা কবরের জায়গা!
বৃহস্পাতিবার পরকালের পাড়ি জমিয়েছেন জননন্দিত এমপি সামাদ। অন্য দিকে মসজিদের লাগোয়া কবরের জায়গায় ছোট ছোট ফুল গাছ ফুল ফুটিয়ে যেন বরণ করতে প্রস্তুত! এমপি মাহমুদ উস সামাদের মৃত্যু খবরে উনার ফেঞ্চুগঞ্জ নুরপুরস্থ বড় বাড়িতে লোকে-লোকারন্য। সবাই সেই কবরের জায়গাটা দেখে চোখ ভিজাচ্ছেন।
আজ শুক্রবার সকাল ১১টায় এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর মরদেহ হেলিকপ্টার যোগে ফেঞ্চুগঞ্জ আসবে। পরে বিকাল সোয়া ৫টায় ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি