মৌলভীবাজারে মারা যাওয়া ব্যবসায়ী করোনা আক্রান্ত ছিলেন

মৌলভীবাজারের রাজনগরে মারা যাওয়া ব্যবসায়ী করোনাভাইরাস আক্রান্ত ছিলেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহিদ আহমদ।
সিভিল সার্জন ডা. তওহিদ আহমদ জানান, ‘ঢাকা থেকে আমাদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে, রাজনগরে মারা যাওয়া ব্যক্তির কোভিড-১৯ পজিটিভ ছিলো।’ ফলে এই প্রথম মৌলভীবাজার জেলায় করোনা পজিটিভ শনাক্ত হলো।
মারা যাওয়া ব্যক্তি গত শনিবার (৪ এপ্রিল) রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যান। তিনি মুদি ব্যবসায়ী ছিলেন। ওই ব্যবসায়ী কমিউনিটি ট্রান্সমিশনে আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে বলে জানান সিভিল সার্জন। কারণ সম্প্রতি তার কোনো প্রবাসীর সংস্পর্শে যাওয়ার ইতিহাস নাই।
সিভিল সার্জন ডা. তওহিদ আহমদ জানান, সেখানে ৬১ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা আছে। ওই বাড়ি ‘লকডাউন’ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশকে বিষয়টি অবহিত করেছি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশিম জানান, ওই বাড়িসহ আকুয়া গ্রাম লকডাউন করা হবে।
মৌলভীবাজারে মারা যাওয়া ব্যক্তিটি করোনায় আক্রান্ত ছিলেন।
সূত্র: সিলেটভিউ২৪ডটকম

বার্তা বিভাগ প্রধান
Leave a comment
Related News

সিলেটে শ্রমিকদল নেতা রাজন বহিস্কার
সিলেটের শ্রমিকদল নেতা আলী আকবর রাজনকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কার করা হয়েছে। রবিবার সিলেট জেলা জাতীয়তাবাদীRead More

সিলেটে এবার বিষ্ফোরক আইনে ২৮৫ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার দায়ে সিলেট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিসহ ২৮৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টাRead More