Main Menu

আরব আমিরাতে ৪ বাংলাদেশিসহ করোনায় নতুন আক্রান্ত ১৩

সংযুক্ত আরব আমিরাতে শনিবার চার বাংলাদেশিসহ আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

আক্রান্তদের মধ্যে চারজন বাংলাদেশি, তিনজন পাকিস্তানি, তিনজন যুক্তরাজ্যের, একজন করে রয়েছে পর্তুগাল, পোল্যান্ড ও আমেরিকার নাগরিক। এই নিয়ে আরব আমিরাতে কোভিড-১৯ এ মোট আক্রান্তের সংখ্যা ১৫৩ জন। এদের মধ্যে শনিবার নতুন সাত জন রোগীসহ মোট ৩৮ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

এর আগে দেশটির আইন মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক করে জানায়, সংযুক্ত আরব আমিরাতে কোয়ারেন্টাইন লঙ্ঘনকারীকে পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার থেকে এক লাখ দিরহাম জরিমানা করা হবে।

গত সপ্তাহ থেকে বিভিন্ন দেশ থেকে আমিরাতে ফিরে আসা যাত্রীদের ১৪ দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইন দেয়া হয়েছে। দেশটিতে প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে।

সৌজন্যে : জাগোনিউজ

Leave a comment






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *