ইসরায়েলের সেনাবাহিনীতে করোনার হানা, কোয়ারেন্টিনে ৪ হাজার সেনা

অনলাইন ডেস্ক
: ইসরায়েলের সামরিক বাহিনীর কয়েকজন সদস্য মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ঘটনায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ৪ হাজার ২৬৭ জন সেনা সদস্যকে। হাজার হাজার সেনা কোয়ারেন্টিনে থাকায় দেশটির সামরিক বাহিনীর ক্ষমতা হ্রাস পেয়েছে বলে জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আরব.৪৮ ও ওল্লাহ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যে সংবাদ পর্যবেক্ষণকারী সংস্থা মিডল ইস্ট মনিটর ।
ইসরায়েলি সংবাদমাধ্যম হেরাতজ এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ৭ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৪ হাজার সেনা সদস্যকে ১৪ দিনের জন্য ‘হোম কোয়ারেন্টিন’ এ রাখা হয়েছে।
আরব.৪৮ এর প্রতিবেদনে বলা হয়েছে, সৈন্যদের অন্যের সংস্পর্শে আসার সম্ভাবনা হ্রাস করতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ৩০ দিনের জন্য সামরিক ঘাঁটিতে কারফিউ আরোপ করেছে।
সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্স’র পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ এ প্রকাশিত তথ্য মতে, ইসরায়েলে মোট ৫২৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত বিশ্বের ১৭৬টি দেশ ও অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। এতে প্রাণ হারিয়েছে ৮ হাজার ৯৬৯ জন, যার অধিকাংশই চীনের নাগরিক। সব মিলিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৯ হাজার ৩৪৫ জন।

প্রতিনিধি
Leave a comment
Related News

ভারতের হামলার জবাব দেওয়া শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী: আহমেদ শরীফ
অনলাইন ডেস্ক: জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা ভয়াবহ রূপ ধারণRead More

ভারতে অনুপ্রবেশের অভিযোগে পাকিস্তানের সেনা আটক
রাজস্থানে ভারত-পাকিস্তান সীমান্ত এলাকা থেকে এক পাকিস্তানি সেনাকে আটক করেছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)।Read More