Main Menu

সংবাদ প্রকাশের জের বিশ্বনাথে সমকাল ও ইনকিলাব প্রতিনিধি বিরুদ্ধে সিলেটে মামলা

নিজস্ব সংবাদদাতা : সংবাদ প্রকাশের জেরে দৈনিক সমকাল বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের ও দৈনিক ইনকিলাব পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি এবং বিশ্বনাথের ডাক ২৪ডটকমের সহকারি বার্তা সম্পাদক আব্দুস সালাম সহ মোট ৪ জনকে আসামি করে সিলেটের আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। গত ৯মার্চ সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩নং আমলী আদালতে সাজানো এ মিথ্যা মামলাটি দায়ের করেন সাবেক বিএনপি নেতা ও বর্তমান স্বঘোষিত উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা রফিক আলী, (বিশ্বনাথ সিআর মামলা নং ৭৭/২০২০ইং)। মামলাবাজ হিসেবে পরিচিত রফিক আলী উপজেলার শাহিজরগাঁও গ্রামের মৃত আরজান আলীর ছেলে। আদালতের বিচারক মামলায় অভিযুক্তদের সম্পৃক্ততা আছে কিনা, আগামি ৫মে’র মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন পাঠাতে বিশ্বনাথ থানার ওসি (প্রশাসন) শামীম মুসাকে বলা হয়েছে।

মামলায় বাকি অভিযুক্তরা হলেন, যুক্তরাজ্য প্রবাসী, আওয়ামীলীগ নেতা মোহাব্বত শেখ ও তার চাচাতো ভাই শফিক আহমদ পিয়ার। তবে, আদালতে দায়েরকৃত ওই মামলাটি এখনও থানায় পৌঁছায়নি বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা। তিনি বলেন, ভয়ের কোন কারণ নেই, উর্ধবতন কর্মকর্তাদের নিয়ে আমরা সে বিষয়টা দেখতেছি।

রফিক আলীর বিরুদ্ধে বিভিন্নজনের নামে হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ রয়েছে। বিশ্বনাথ থানার প্রাক্তন অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম’র বিরুদ্ধেও আদালতে মামলা দায়ের করেছিলেন রফিক।
ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেওয়ায় অভিযোগে ২০১৯ সালের ১৩ অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে রফিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন মোহাব্বত শেখ নামের এক প্রবাসী, (পিটিশন মামলা নং ৩৪৪/১৯)। এছাড়া তার বিরুদ্ধে আরও ডজন খানেক মামলা রয়েছে বলে জানা গেছে।

এদিকে গত ২ মার্চ বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তীর বিরুদ্ধে বাংলাদেশ মহা-পুলিশ পরিদর্শক ‘আইজিপি’ বরাবরে অভিযোগ দেন প্রবাসী মোহাব্বত শেখ। অভিযোগে তিনি আসামি রফিক আলীকে সাবেক শিবির ক্যাডারসহ তার সাথে ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তীর সখ্যতার অভিযোগ আনেন। পরবর্তীতে ৫ মার্চ সিলেটের পুলিশ সুপার ও বিশ্বনাথ থানার ওসি (প্রশাসন) বরাবরে ওই অভিযোগের অনুলিপি দেওয়া হয়।

ওই অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আব্দুস সালাম ও সমকাল প্রতিনিধিসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন মামলার অভিযুক্ত রফিক আলী।

এর আগে রফিক আলী তার চাচাতো ভাইয়ের স্ত্রীকে (ভাবী) অপহরণ করার অভিযোগে মামলা হওয়ায় ২০১৯ সালের গত ৩০ জুলাই ‘বিশ্বনাথে অপহরণ করে নির্যাতন, দেবর ও ভাসুর জেলহাজতে’ শিরোনামে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

ওই বছরের ৭ আগস্ট ভাবীকে অপহরণ করে নির্যাতন, বিশ্বনাথে দেবর স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দু’জনের রিমান্ড মঞ্জুর’ এবং ৮ আগস্ট ‘প্রবাসী ভাইর স্ত্রীকে অপহরণ করে নির্যাতন, বিশ্বনাথে স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকসহ দু’জন রিমান্ডে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে রফিক আলী মামলা দায়ের করেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক আব্দুস সালাম।

এদিকে, দুই সাংবাদিকের বিরুদ্ধে সাজানো মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের জরুরী সভায় এ প্রতিবাদ জানানো হয়।

প্রেসক্লাব সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, তারা অভিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার না হলে সিলেট বিভাগের সকল জেলা-উপজেলা প্রেসক্লাবকে অবহিত করে একসাথে শিগ্রই কঠোর আন্দোলন কর্মসুচী ঘোষণা করার হুসিয়ারি দেন তারা।

সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আহাদ, প্রতিষ্ঠাতা সাধারণ-সম্পাদক এএইচএম ফিরোজ আলী, সাবেক-সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সহ-সভাপতি আশিক আলী, সাধারণ-সম্পাদক রুহেল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল আহমদ, কোষাধ্যক্ষ আখতার আহমদ সাহেদ, নির্বাহী সদস্য টুনু তালুকদার, কামাল মুন্না সহ প্রমুখ।

Leave a comment






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *