Main Menu

করোনাভাইরাস মোকাবিলায় প্রস্তুত সৌদি আরবের ২৫ হাসপাতাল

অনলাইন ডেস্ক

: বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো মরণঘাতী করোনাভাইরাসে সংক্রমিতদের চিকিৎসার জন্য আগে থেকেই ২৫টি হাসপাতাল প্রস্তুত রেখেছে সৌদি আরব। এছাড়াও কোয়ারেন্টাইন করার জন্য হাসপাতালের ২ হাজার ২০০ সিট বরাদ্দ রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত সৌদি আরবের কোনো নাগরিক করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার খবর পাওয়া যায়নি।

গতকাল রোববার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া বিবৃতির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে ‘আরব নিউজ’।

মুখপাত্র আরও জানান, মহামারী আকারে ছড়িয়ে পড়া অঞ্চলগুলো থেকে সৌদি আরবের নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত সপ্তাহে করোনাভাইরাস আতঙ্কে ওমরাহ ও হজের ভিসা প্রদান করা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয় সৌদি আরব।

এ ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ২ হাজার ৯১২ জনই চীনা নাগরিক। আর আক্রান্ত হয়েছে ৮৫ হাজারের বেশি মানুষ।

Leave a comment






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *