
ফুলবাড়ীতে শেখ হাসিনা সেতুর রড চুরি
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মানুষের বহুল আলোচিত কাঙ্খিত শেখ হাসিনা ধরলা সেতুর গার্ডার এর রড কেটে নিয়ে গেছে চোরাকারবারীরা । শনিবার সন্ধায় সেতুর উপরে রশি বেধে নিচে নেমে রড কাটার সময় সেতু কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পারলে চোরেরা নিচে নেমে নৌকা যোগে পালিয়ে যায়। শেখ হাসিনা সেতুর এসিসটেন্ট অফিসার মেহেদি হাসান জানান, শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজি গ্রামের…