
নচিকেতার সুরে গাইলেন শাওন
ডেস্ক নিউজ : ফেসবুকে এভাবেই নিজের গাওয়া নতুন গান ‘ইলশেগুঁড়ি’ সম্পর্কে লিখেছেন নির্মাতা, অভিনেত্রী, গায়িকা মেহের আফরোজ শাওন। গানটি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এক মুহূর্ত দেরি না করে গান রেকর্ডিংয়ের তারিখ ঠিক করে ফেললাম! তখনও সুরকারের নাম জিজ্ঞেস করিনি। বিস্ময়ের সঙ্গে জানতে পারলাম সুরকারের নাম ‘নচিকেতা চক্রবর্তী!’ ইতোমধ্যে গানের রেকর্ডিংসহ অন্যান্য কাজ শেষ হয়েছে। গীতিকবি…