
অজগরের পেট কেটে বের করা হলো মৃত হরিণ!
নিউজ ডেস্ক: রামু উপজেলার দক্ষিন মিঠছড়ি চেইন্দাস্থ বনতলায় একটি অজগর সাপ কেটে একটি মৃত হরিণ বের করেছে স্থানীয় কিছু ‘পাষাণ’ লোক। গত ১ জুলাই এই নির্মম ঘটনা ঘটে। বিশালাকার এই অজগর কেটে রাখার একটি ছবি ছড়িয়ে পড়ছে সর্বত্র তোলপাড় চলছে। খোঁজ নিয়ে জানা গেছে, ১ জুলাই রবিবার বেলা ১২টার একটি অজগর সাপ বনতলাস্থ পাহাড়ি এলাকা থেকে…