
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী লুলু ও এনএমসি গ্রুপ
আবুধাবি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার সকালে তার আবাসস্থল হোটেল সেন্ট রেগিজে দেখা করেন লুলু গ্রুপের চেয়ারম্যান ইউসুফ আলী এবং এনএমসি গ্রুপের চেয়ারম্যান বি আর শেঠী। বাংলাদেশের স্বাস্থ্য, পর্যটন, রিটেল ই-চেন শপসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে আবুধাবিভিত্তিক লুলু গ্রুপ ও এনএমসি গ্রুপ। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘লুলু গ্রুপের…