
চেন্নাই’য়ের বিরুদ্ধে আউট হয়ে কেন মুষড়ে পড়েছিলেন, জানালেন রাসেল নিজেই
মুম্বই: ঠিক আগের ম্যাচেই তাঁর ফিটনেস নিয়ে উঠে গিয়েছিল হাজারো প্রশ্ন। বল হাতে আরসিবি’র বিরুদ্ধে ২ ওভারে ৩৮ রান খরচ করার পর ব্যাট হাতে ব্যর্থ রাসেলের বিকল্প দলটাতে ছিল না। নইলে হয়তো চেন্নাই’য়ের বিরুদ্ধে একাদশ থেকে বাদই পড়ে যেতেন তিনি। ভাগ্যিস সেই বিকল্পটা কেকেআরের হাতে ছিল না। আর ছিল না বলেই ধোনিদের বিরুদ্ধে ক্যারিবিয়ান পিঞ্চ-হিটার…