Home » ২৫ মার্চ রাতে ১ মিনিট নীরবতা পালন করা হবে

২৫ মার্চ রাতে ১ মিনিট নীরবতা পালন করা হবে

আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতির দাবিতে ২৫ মার্চ রাতে ১ মিনিট নীরবতা পালনের কর্মসূচি ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে যে বর্বর গণহত্যা চালিয়েছিল, বিশ্বের কাছে নৃশংস গণহত্যার সেই চিত্র তুলে ধরতে ও দিবসটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির জন্য এ কর্মসূচি নেয়া হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।

শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিতসভায় তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবিতে ২৫ মার্চ রাতে ১ মিনিট নীরবতা পালনের কর্মসূচি পালন করা হবে। ওইদিন সব আলো নিভিয়ে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে সারা দেশের মানুষ একসঙ্গে নীরবতা পালন করবে।

তিনি আরও বলেন, বিশ্ব এই গণহত্যার ভয়াবহতার কথা জানে। কিন্তু আমাদের কর্মসূচি হচ্ছে- এই গণহত্যা দিবসকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি আদায় করা। রুয়ান্ডার গণহত্যার তুলনায় ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা এবং এর ভয়াবহতা কম নয়। আমরা যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারি, তা হলে আমরাও এই জঘন্য গণহত্যা দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি পাব।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *