জৈন্তাপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশকালে পাঁচ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিজিবির শ্রীপুর বিওপির টহলদল জৈন্তাপুর সীমান্তের ১২৭৯ মেইন পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন সুনামঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁওয়ের মৃত আব্দুল জব্বারের ছেলে মো. মনির হোসেন (২৬), একই উপজেলার গিরিস নগরের কাজীলক মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (২৮), লুল্লারচর গ্রামের নুর হোসেনের ছেলে মো. হেকিম আলী (৪৭), সুনামগঞ্জ সদর উপজেলার ব্রক্ষণগাঁওয়ের মো. আব্দুল মান্নানের ছেলে মো. উজ্জল হোসেন (১৮) ও শাল্লা উপজেলার মারকুলির এলাকার আহমদ আলীর ছেলে মো. সালেক নুর (৩৯)।
শনিবার রাতে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার বিকেল ৫টার দিকে ভারত থেকে বাংলাদেশে আসার সময় সিলেট সীমান্ত পিলার ১২৭৯/এমপির কাছে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি শ্রীপুর ক্যাম্পের সদস্যরা পাঁচ বাংলাদেশি যুবককে আটক করে। তাদের মধ্যে দুজনের কাছে বাংলাদেশি এবং ভারতীয় আইডি কার্ড পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে আটক পাঁচজন জানিয়েছেন, কিছুদিন আগে কাজের উদ্দেশ্যে তারা ভারত গিয়েছিলেন।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় পাঁচ যুবককে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশের নিকট হস্তান্তর করা হবে।