খুলনা মহানগর ও জেলা জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর ডাকবাংলো মোড়ে অবস্থিত মহানগর ও জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ ভাঙচুর ও লুটপাট করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে শতাধিক ব্যক্তি নগরীর শহীদ হাদিস পার্ক থেকে মিছিল নিয়ে ডাকবাংলো মোড়ে আসে। এ সময় তারা জাতীয় পার্টি কার্যালয়ে প্রবেশ করে কার্যালয়ের ভেতরের চেয়ার-টেবিল, টেলিভিশন, আসবাবপত্র ও দরজা-জানালা ভাঙচুর করে। একপর্যায়ে তারা বেশ কয়েকটি আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র কার্যালয়ের সামনে বেবি স্ট্যান্ডে নিয়ে এসে আগুন ধরিয়ে দেয়। এ সময় ডাকবাংলো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা জাতীয় পাটির বিভিন্ন নেতার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
এ ব্যাপারে খুলনা সদর থানার ওসি মো. মুনীর উল গিয়াস বলেন, ৫০ থেকে ৬০ জন যুবক মিছিল সহকারে এসে জাতীয় পার্টি অফিসে ঢুকে কিছু চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এখন পুলিশ মোতায়েন রয়েছে। কার্যালয়ের ভেতর থেকে ২টি প্লাস্টিকের চেয়ার বাইরে এনে অগ্নিসংযোগ করেছে। তবে যারা ভাঙচুর করেছে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
তিনি আরও বলেন, জাতীয় পার্টির নেতারা অভিযোগ দিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
খুলনা জেলা পার্টির সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু অভিযোগ করে বলেন, যখন ভাঙচুর ও লুটপাট করা হয়, সে সময় মাগরিবের নামাজের কারণে বেশিরভাগ নেতাকর্মী দলীয় কার্যালয়ে ছিল না। ফলে কেউ বাধা দিতে পারেনি। তবে, সম্পূর্ণ মিথ্যা অভিযোগে জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রোববার বিকালে জাতীয় পার্টির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হবে। এছাড়াও মামলা দায়ের করা হবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠু বলেন, আগে থেকেই আমাদের ফোর্স মোতায়েন ছিল। তবে শিক্ষার্থীরা হঠাৎ করে এসে জাতীয় পার্টির কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তবে আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারেনি।