Home » সিলেট নগরীতে গ্রামীণফোনের ফোর-জি সেবা চালু

সিলেট নগরীতে গ্রামীণফোনের ফোর-জি সেবা চালু

সিলেট নগরীর কিছু এলাকায় গ্রামীণফোন আনুষ্ঠানিকভাবে ফোর-জি সেবা চালু করেছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে গ্রামীণফোনের ডেপুটি সিইও ইয়াসির আজমান আনুষ্ঠানিকভাবে ফোর-জি চালু করার ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিলেট সার্কেল প্রধান এএসএম হেদায়েতুল হক।

সংশ্লিষ্টরা জানান, বর্তমানে সিলেট নগরীর জিন্দাবাজার এবং উপশহর এলাকায় ফোর-জি সেবা চালু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সিলেটের আরও এলাকা ফোর-জি কাভারেজের আওতায় আসবে।

ফোর-জি সেবা চালু করার সময় ইয়াসির আজমান বলেন, গ্রামীণফোন সিলেটের গ্রাহকদের জন্য সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ফোর-জি এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না।

আজমান আরও বলেন, ফোর-জি সিলেটের ডিজিটালাইজেশন কে আরও এগিয়ে দেবে। সিলেটের বহুমুখী সমাজ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে তাদের সবচেয়ে প্রয়োজনীয় বিষয়গুলোর সঙ্গে যুক্ত থাকতে সহায়তা করবে।

গ্রাহকরা *১২১*৩২৩২# ডায়াল করে জানতে পারবেন যে তাদের সিম ফোর-জি উপযোগী কি না। যদি না হয়, তাহলে নিকটস্থ গ্রামীণফোন সেন্টারে গিয়ে সিম পরিবর্তন করতে পারবেন। এছাড়া গ্রহকের একটি ফোর-জি উপযোগী হ্যান্ডসেটও প্রয়োজন হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *