রাজধানীর আদাবরে পানশালায় রেইড দিতে গিয়ে গুরুতর আহত তিন শিক্ষার্থী। অভিযোগ উঠেছে, লাইসেন্স দেখতে চাইলে তাঁদের ওপর ধারালো অস্ত্রে হামলা চালানো হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলেন লিওন, তন্ময় ও ইমরান।
পানশালাটিতে অনৈতিক কার্মকাণ্ডের তথ্যে রেইড দেওয়ার আগে পুলিশের সাহায্য চেয়েও পাননি বলে দাবি করেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, সেখানে গিয়ে লাইসেন্স দেখতে চাইলে তাদের ওপর চড়াও হয় একটি সংঘবদ্ধ দল।
আহত এক শিক্ষার্থী বলেন, ‘পুলিশ আমাদেরকে বলেছিল, তোমরা যাও আমরা আসতেছি। পরে আর তাদেরকে পাওয়া যায়নি।’
এ ঘটনায় আদাবর থানায় পানশালার-মালিকসহ ১৫-২০ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন শিক্ষার্থীরা। এর আগে ৮ আগস্ট এই হলিউড বার থেকেই লুট হয় ১১ লাখ টাকা। এ ঘটনায় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চায়নি আইনশৃঙ্খলা বাহিনী।