Home » ঐতিহাসিক বৈঠকে (ট্রাম্প-কিম)

ঐতিহাসিক বৈঠকে (ট্রাম্প-কিম)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন করমর্দনের মধ্য দিয়ে ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপে কাপেলা হোটেলে বৈঠকে বসেছেন।”

বৈঠক কেমন চলছে—জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘খুব খুব ভালো। চমৎকার সম্পর্ক।

বৈঠকের আগে ট্রাম্প আরো বলেন, তিনি আশা করছেন, দুর্দান্ত আলোচনা হবে। তিনি বলেন, আমার খুব ভালো লাগছে।“

“আমরা দুর্দান্ত আলোচনা করব এবং দারুণ সফল হবো। আমি সম্মানিত বোধ করছি এবং আমরা দারুণ সম্পর্ক তৈরি করতে পারব। আমার কোনো সন্দেহ নেই।”

“কোরীয় উপদ্বীপে শান্তি স্থাপন ও পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে দুই নেতা করছেন বলে আশা করা হচ্ছে।”

“উত্তর কোনো নেতার সঙ্গে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট বৈঠক করছেন।”বিবিসি

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *