হঠাৎ করে কেনো আলুর দাম বাড়িয়েছে তা খতিয়ে দেখতে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ.এইচ.এম.সফিকুজ্জামান।বুধবার সকালে রংপুর নগরীর বিভিন্ন হিমাগারে এ অভিযান পরিচালিত হয়। এসময় কৃষকদের জিম্মি করে প্রভাবশালীদের মাধ্যমে আলু সংরক্ষণ করায় নগরীর আরমান কোল্ড স্টোরেজের ম্যানেজার রেজাউল ইসলাম ও রংপুরে আলু ব্যবসায়ী সিন্ডিকেটের মুলহোতা রাসেল কে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
আলুর সরকারী দাম বাস্তবায়নে কাজ করছে ভোক্তা অধিকার অধিদপ্তর।হিমাগার থেকে ২৭ টাকা কেজি দরে আলু বিক্রি করার নির্দেশ এবং ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে জেলা প্রশাসক মোবাশ্বের হাসানসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক