Home » ১৫০মিলিয়ন বছরের প্রাচীন ডাইনোসর কঙ্কাল বিক্রি ২মিলিয়নে

১৫০মিলিয়ন বছরের প্রাচীন ডাইনোসর কঙ্কাল বিক্রি ২মিলিয়নে

অনলাইন নিউজ : পেরিসে প্রায় ১৫০ মিলিয়ন বছরের প্রাচীন একটি ডাইনোসর কঙ্কাল ২মিলিয়নেরও বেশি ইউরোতে বিক্রি হয়েছে। কঙ্কালটি ফ্রান্সের নিলাম প্রতিষ্ঠান অগাটেস আইফেল টাওয়ারের কাছে বিক্রির জন্য মূল্য আহ্বান করলে রেকর্ড মূল্যে এটি বিক্রি হয়ে যায়।”

“নয় মিটারেরও বেশি লম্বা ও ২.৬ মিটার উচ্চতার প্রাচীন এ কঙ্কালটি যুক্তরাষ্ট্রের ইয়মিং এ খনন করে পাওয়া গেছে। এটি জুরাসিক সময়ের বলে জানিয়েছেন নিলাম প্রতিষ্ঠানের পরিচালক এরিক মিকেলার। এটি একটি নতুন প্রজাতির মাংসাশী প্রাণী অ্যালোসরাস ডাইনোসরের কঙ্কাল হতে পারে বলে বিজ্ঞানিরা বিশ্বাস করে।”

“ডাইনোসর বিশেষজ্ঞ এরিক জেনেস্তে জানান, কঙ্কালটি আসলে কোন মাংসাশী প্রাণীর কিনা তা বিভাজন করা সম্ভব না। এটি অত্যধিক শক্তিশালী, এর কাঁধ অনেক লম্বা ও দাঁতের সংখ্যাও ভিন্ন তাই মাংসাশী প্রাণীর তালিকায় ফেলা বেশ কঠিন বলে তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন। এটি অ্যালোসরাস থেকে ঠিক ততটাই আলাদা যতটা পার্থক্য আছে মানুষ ও গরিলার মাঝে।” ইয়ন নিউজ

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *