Home » সিলেটে পৌঁছেছে ৩৭ হাজার ২০০ ডোজ টিকা, পাবেন যারা

সিলেটে পৌঁছেছে ৩৭ হাজার ২০০ ডোজ টিকা, পাবেন যারা

চীনের তৈরি সিনোফার্মের ৩৭ হাজার ২০০ ডোজ টিকা সিলেটে এসে পৌঁছেছে। শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে টিকাগুলো গ্রহণ করেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল। টিকাগুলো সিভিল সার্জন অফিসের ইপিআই কোল্ড স্টোরে রাখা হয়েছে।

সিলেট সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল শুক্রবার বিকেলে তথ্য নিশ্চিত করেন। এদিকে সিলেট মহানগর এলাকায় টিকা কার্যক্রমের দায়িত্বে থাকা সিলেট সিটি কর্পোরেশনের প্রধান সাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, আগামীকাল শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ৯/১০টার দিকে টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে। বিগত দিনের ন্যায় সিলেটের অন্যান্য কেন্দ্রে এখন পর্যন্ত টিকা কার্যক্রমের কোন নির্দেশনা আসেনি বলে জানান তিনি।

আগামীকাল শনিবার ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দিয়ে এ কার্যক্রমের উদ্বোধনের কথা জানিয়ে ডা. সুমন বলেন, ভোটার আইডি কার্ড কিংবা কলেজের আইডি কার্ড নিয়ে আসলে তাদেরকে টিকা দেয়া হবে। মেডিকেল কলেজ শিক্ষার্থীদের পরে সিলেট নার্সিং কলেজ, মেডিক্যাল এসিস্ট্যান্ট, বিগত দিনে টিকা থেকে বাদ পড়া চিকিৎসক-নার্স, পুলিশ সদস্য, কবর খননকারী ও মৃত দেহের দাফনে নিয়োজিত এবং বিগত দিনে যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন আপাতত তাদেরকে ঠিকা দেয়ার জন্য আমার কাছে নির্দেশনা এসেছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *