Home » বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আরও ১৩৩ জন (তালিকা)

বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আরও ১৩৩ জন (তালিকা)

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার তৃতীয় পরীক্ষকের খাতা মূল্যায়নের পর আরও ১৩৩ জন উত্তীর্ণ হয়েছেন। বুধবার (১৬ জুন) বার কাউন্সিলের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৩০ জন পরীক্ষার্থীর খাতা তৃতীয় পরীক্ষকের মূল্যায়নের পর ১৩৩ জন উত্তীর্ণ হয়েছেন। তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এর আগে ৩০ মে বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন পাঁচ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী।

আরো পড়ুন বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৩৩৫ জন

গত বছরের ১৯ ডিসেম্বর প্রথম ধাপে লিখিত পরীক্ষায় ৯ কেন্দ্রের মধ্যে পাঁচ কেন্দ্রে গোলযোগ ও বিশৃঙ্খলা হয়। পরে এসব কেন্দ্রের পরীক্ষা বাতিল করা হয়। এরপর গত ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের পরীক্ষার দিনে এসব কেন্দ্রের পরীক্ষা আবারও অনুষ্ঠিত হয়। দুই ধাপে প্রায় ১৩ হাজার শিক্ষানবিশ আইনজীবী পরীক্ষায় অংশ নেন।

এর আগে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি প্রায় ৭০ হাজার শিক্ষানবিশ আইনজীবী এমসিকিউ পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে এমসিকিউতে উত্তীর্ণ হন মাত্র আট হাজার ৭৬৪ জন। এ ছাড়া ২০১৭ সালে ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মতো বাদ পড়া তিন হাজার ৫৯০ শিক্ষার্থীসহ মোট ১২ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী এবারের লিখিত পরীক্ষায় অংশ নেন।

উত্তীর্ণদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন:
https://www.thedailycampus.com/resources/uploaded/Helal/Bar%20Council%203rd-Examine-Result.pdf?_gl=1*1ni9u7y*_ga*Mzk3Nzc1NzI2LjE2MjM0NzcxMjE.*_ga_HD8RJC7K3J*MTYyMzkxMjg4MC4xMS4xLjE2MjM5MTQwNTYuMA..

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *