Home » করোনা তোমি কী থেকে যেতে চাও?

করোনা তোমি কী থেকে যেতে চাও?

করোনা তোমি কী থেকে যেতে চাও?

তোমি কী জানো? কেউ ই স্হায়ী না!

তাকিয়ে দেখো তোমার আগমনে মানুষের শান্তি উধাও হয়েছে!

ভাতের থালার ভাত এখন আর- আগের মতো ব্যান্জনে সাজেনা পরিতৃপ্তি আসেনা উদরে- করোনা,তোমি কতো শতোপরিবারে অশান্তি লাগিয়েছো!

আমরা হারিয়েছি কতো আপনজনকে! সেদিন দেখলাম-বাবার কোলে মা হারা ছোট্ট মেয়ে কেঁদে কেঁদে বলছে- আমি মায়ের কাছে যাবো!

নিয়ে চলো মোরে! করোনা,কেনো মাকে নিলো?

বাবার,অসহায় মুখে অশান্তির ছাপ! কতো সন্তান!

স্বজনহারা হয়ে বেদিশে, সুন্দর পৃথিবীতে তুমি কলংকের কালি মিশিয়ে রচনা করেছো কুরুক্ষেত্র।

আমারা তোমার প্রস্হান চাই। অশান্ত এই পৃথিবী, আবার শান্ত হোক, মানুষের ভালোবাসায়।

লেখক: মাহমুদ চৌধুরী

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *