শুদ্ধবার্তাটোয়েন্টিফোর: বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪-এর মেরামত কাজ শুরু হওয়ায় ইন্টারনেটে ধীরগতি এসেছে। এদিকে ব্যাকআপ থাকা ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি)-লিংক রবিবার (২০ মে) দুপুর থেকে ডাউন থাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট কার্যত অচল হয়ে পড়েছে। তবে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সি-মি-উই-৫ ব্যাকআপ ব্যান্ডউইথ সরবরাহ করায় সীমিত আকারে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে। তিনি বলেন, ‘সাবমেরিন ক্যাবল সি-মি-ইউ-৪-এর মেরামত কাজ শেষ হবে ২৩ মে। এ সময় পর্যন্ত ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে। তবে আইটিসির লিংকগুলো সচল হয়ে গেলে ইন্টারনেটের গতি কিছুটা স্বাভাবিক হতে পারে।’ তিনি আরও জানান, বাংলাদেশের বেনাপোল অংশে আইটিসিগুলোর মাস্ট-এ কারিগরি জটিলতা হওয়ায় ভারত থেকে ৬টি আইটিসি-এর মাধ্যমে দেশে ব্যান্ডউইথ আসতে পারছে না। মেরামত কাজ শুরু হয়েছে। আশা করা যায় শিগগিরই মেরামত কাজ শেষ হলে ইন্টারনেটে কিছুটা গতি ফিরে আসবে।
এদিকে সিলেটে লিঙ্ক৩ এর টালমাটাল অবস্থা সাবমেরিন ক্যাবল মেরামতের অজুহাত দেখিয়ে গা বাছানর বৃথা চেষ্টা করে যাচ্ছেন তারা । লিঙ্ক৩ সিলেট তাদের ফেইসবুক পেইজে গিয়ে দেখা যায় অভিযোগে গালাগালি করেই যাচ্ছেন গ্রাহক। কয়েক জন গ্রহকের সাথে কথা বলে জানা য়ায়, গেল কয়েক দিন ধরে লিঙ্ক৩ কয়েক স্থানে ডাউন আবার কোথাও নেট আসছে আবার চলে যাচ্ছে। তারা অভিযোগ করেন সাবমেরিন ক্যাবল মেরামতের কারনে এমনটা হওয়ার কথা না, লিঙ্ক৩ অফিসে অভিযোগের জন্য কল দিলে কাস্টমার কেয়ার কল ধরেনা। লিঙ্ক৩ সিলেট অফিসে যোগাযোগ করা হলে কাউকে পাওয়া যায়নি।
বার্তা বিভাগ প্রধান