Home » সেহরীর আগ পর্যন্ত ফুটপাতে ব্যবসা করার নির্দেশ চসিক মেয়রের

সেহরীর আগ পর্যন্ত ফুটপাতে ব্যবসা করার নির্দেশ চসিক মেয়রের

চট্টগ্রাম ব্যুরো: আসন্ন ঈদকে সামনে রেখে চট্টগ্রামে বসবাসরত হকারদের আগামী ২৭মে থেকে (১১ রমজান) সকাল ১১ থেকে সেহরির আগ পর্যন্ত ব্যবসা করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। সোমবার (২১ মে) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে হকার্স নেতাদের বৈঠকে মেয়র নাছির আরো বলেন, মানবিক দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীরা খাট, চৌকিও বসাতে পারবেন বলে তিনি জানান। মেয়র বলেন, ‘চসিকের পক্ষ থেকে হকার্সদের তালিকা করে আইডি কার্ড প্রদানে কার্যক্রম শুরু করা হয়েছে। কিন্তু হকার সংগঠনগুলো তাদের তালিকা ও তথ্য উপাত্ত যথাসময়ে সরবরাহ না করায় এ কার্যক্রম বিলম্ব হচ্ছে বলেও তিনি মন্তব্যে করেন। তিনি বলেন, নগরের সকল ফুটপাতে পেভমেন্ট টাইলস বসানোর পর মার্কিং করে দেয়া হবে। মার্কিংকৃত নির্দিষ্ট স্থানে হকাররা ব্যবসা পরিচালনা এবং ভ্যানের মাধ্যমে ব্যবসা পরিচালনারত হকারদের তাদের ভ্যানের নিবন্ধন ও কি কি সামগ্রী বিক্রি করা হবে তা ভ্যানে টাঙিয়ে রাখতে হবে।’ রমজানের পর যে সমস্ত হকাররা এখনো চসিকের তালিকাভূক্ত হননি তাদেরকে উচ্ছেদ করাও তাগিদ দেন সিটি মেয়র। বৈঠকে চসিক কাউন্সিলর, নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রকৌশলী ও হকার্স নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *