সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলার উপর দিয়ে শনিবার রাতে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে বিপর্যস্ত হয়েছে বিদ্যুৎ ব্যবস্থা। কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে কাঁচা ঘরবাড়ি বিধ্বস্থ ও গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে।
শনিবার রাত সোয়া ১২টার দিকে সিলেট নগরী ও বিভিন্ন উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এসময় বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো নগরী। প্রায় আধঘন্টা ধরে চলে কালবৈশাখী ঝড়ের তান্ডব। ঝড় থামার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
বার্তা বিভাগ প্রধান