‘মাদক সম্রাট’ দুই নারী ও এক পুরুষ সহযোগীসহ আটক করে পুলিশ

সিলেটে দুই নারী ও এক পুরুষ সহযোগীসহ পুলিশের জালে আটকা পড়েছেন ‘মাদক সম্রাট’ মো. শাহীন আহমদ (৪০)। শনিবার দিবাগত (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শাহীনের বাড়ি থেকে তাদের আটক করে দক্ষিণ সুরমা থানাপুলিশ। এসময় তাদের কাছে থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, শনিবার দিবাগত (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকার মাদক সম্রাট মো. শাহীন আহমদের বাড়িতে (স্বর্ণালী ব্লক-বি-৪৫) অভিযান চালিয়ে দক্ষিণ থানাপুলিশ বাড়ির মালিক ও মাদকের ডিলার মো: শাহীন আহমদ (৪০), মো. রানা (২৮), আম্বিয়া আহমেদ নীল (২৯) ও লাকী বেগম (২৬)- এই চারজনকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে ৩ শ ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি ইয়াবা সেবনের ফয়েল পেপার ও মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার টাকা জব্দ করে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম। সঙ্গে ছিলেন এসআই কল্লোল গোস্বামী, এসআই স্নেহাশীষ পৈত্য, এএসআই সঞ্জয় চন্দ্র দেব ও কনস্টেবল রুজিনা আক্তার।

প্রতিনিধি
Leave a comment
Related News

সিলেটে শ্রমিকদল নেতা রাজন বহিস্কার
সিলেটের শ্রমিকদল নেতা আলী আকবর রাজনকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কার করা হয়েছে। রবিবার সিলেট জেলা জাতীয়তাবাদীRead More

সিলেটে এবার বিষ্ফোরক আইনে ২৮৫ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার দায়ে সিলেট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিসহ ২৮৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টাRead More