ওয়েস্ট ইন্ডিজ সাথে বাংলাদেশের প্রথম টেস্ট ৪ জুলাই

ডেস্ক নিউজ : আগামী জুলাই-অগাস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। যেই সিরিজে থাকবে দুই টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি সিরিজ। সফরের প্রথম টেস্ট হবে অ্যান্টিগায় এবং ১৪ বছর পর দ্বিতীয় টেস্ট হবে জ্যামাইকায়।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের সময় সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সিরিজের প্রথম টেস্টটি মাঠে গড়াবে ৪ জুলাই। এরপর ১২ জুলাই থেকে জ্যামাইকায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
অবশ্য তার আগে অ্যান্টিগায় দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব-তামিমরা। আগামী ৫ অগাস্টে ফ্লোরিডায় শেষ টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে শেষ হবে টাইগারদের এই সফর।
টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ সময় সূচি :
জুলাই ৪-৮ : প্রথম টেস্ট,
জুলাই ১২-১৬ : দ্বিতীয় টেস্ট,
জুুলাই ২২ : প্রথম ওয়ানডে,
জুলাই ২৫ : দ্বিতীয় ওয়ানডে,
জুলাই ২৮ : তৃতীয় ওয়ানডে,
জুলাই ৩১ : প্রথম টি-টোয়েন্টি
অগাস্ট ৪ : দ্বিতীয় টি-টোয়েন্টি,
অগাস্ট ৫ : তৃতীয় টি-টোয়েন্টি,
Leave a comment
এই বিভাগের আরো সংবাদ

সিঙ্গাপুরের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
ফাহামিদুল ও হামজা চৌধুরীর সঙ্গে শামিত সোমের বাংলাদেশ দলে অন্তর্ভুক্তি দেশের ফুটবলে অন্যরকম আমেজ তৈরিবিস্তারিত

হামজা-ফাহামিদুল আছেন, শমিতের অভিষেক, বেঞ্চে জামাল
আগের ম্যাচে ভুটানের বিপক্ষে বাংলাদেশ দলে ছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। আজ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরেরবিস্তারিত