বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচে বৃষ্টির বাগড়া

বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচে বৃষ্টির বাগড়া
ক্রিকেট | 20TH JANUARY, 2021 12:09 PM
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। যেখানে মোস্তাফিজ-রুবেলদের দাপটে ভালো শুরু টাইগারদের। এখন পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ১৩ রান। তবে বৃষ্টির কারণে এই মুহূর্তে বন্ধ রয়েছে খেলা।
এই ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে পেসার হাসান মাহমুদের। নেই মোহাম্মদ সাইফউদ্দিন। একাদশে আছেন মেহেদী মিরাজ। দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো বাংলাদেশ।
ইনিংসের ২য় ওভারেই লেগ বিফোরের ফাঁদে ফেলে সুনিল এমব্রোসকে সাজঘরে ফেরান মোস্তাফিজুর রহমান। মাশরাফী অধ্যায় শেষে এই ওয়ানডে দিয়েই তামিম ইকবালের অধিনায়কত্ব অধ্যায় শুরু হলো। নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান।