গোলাপগঞ্জে শীত বস্ত্র বিতরণ বানীগ্রাম উত্তর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে বানীগ্রাম উত্তর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১জানুয়ারী) দুপুর ২টায় উপজেলার বুধবারী বাজার ইউনিয়নে বানীগ্রাম উত্তর মহল্লায় এ শীত বস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে বিশিষ্ট মুরব্বি ওয়ারিছুল ইসলামের সভাপতিত্বে ও পীর বাড়ী ওয়েল ফেয়ার ট্রাষ্টের সভাপতি এনাম উদ্দীন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিকুল ইসলাম পংকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান মহন, বাদুর আলী, নুনু মিয়া, ইয়াকু্ আলী, আসুক মিয়া, মাওলানা আকবর হুসেন, আব্দুর রব, আব্দুল মুকিত বাবুল, মাওলানা বদরুল ইসলাম, আব্দুল মুনিস লুলু, আব্দুল আজিজ লিটন, সরফ উদ্দীন, শাহির উদ্দীন, বাবুল মিয়া, সাহাজান আহমদ,
বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক হুসেন আহমদ, বানীগ্রাম উত্তর ইয়াং সোসাইটি সভাপতি শাহ আলম।
এসময় গ্রামের প্রায় ১২০ জন অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।
দোয়া পরিচালনা করেন বানীগ্রাম উওর জামে মসজিদের ইমাম ও খতিব আলি আহমদ।