শিরোপা জিতে অধিনায়ককে ধন্যবাদ জানালেন মাশরাফী

দীর্ঘ বিরতির পর শের-ই বাংলার চিরচেনা ড্রেসিংরুমে ফিরেছেন মাশরাফী। বঙ্গবন্ধু টি-২০ কাপের মাঝখানে যোগ দিয়েছেন জেমকন খুলনায়। ভাগ্যও প্রসন্ন ম্যাশের। মাহমুদুল্লাহ রিয়াদের অধিনায়কত্বে শিরোপাও ঘরে তুলেছে খুলনা।এদিন মাশরাফীর আবেগ ছুঁয়ে গেছে ড্রেসিংরুম। ম্যাচ শেষে ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন। যেখানে ড্রেসিংরুমের কিছু ছবি পোস্ট করে মাশরাফী লিখেছেন-আল্লাহ মহান
১. যেখানে আমি দীর্ঘ সময় ধরে বসতে এবং রিল্যাক্স করতে অভ্যস্ত।
২. খেলোয়াড়ী জীবনের শুরু থেকে যেখানে সতীর্থদের সঙ্গ উপভোগ করতে অভ্যস্ত।
৩. যেখানে আমার থাকার কথা।
লম্বা সময় বাদে ছেলেদের সঙ্গে ইনজয় করছি যা কিনা খুবই প্রয়োজনীয়।
টিম খুলনাকে অভিনন্দন এবং দলের মালিক, কোচ এবং অধিনায়ককে ধন্যবাদ আমাকে সুযোগ দেয়া ও আমার ওপর ভরসা রাখার জন্য।
ওয়েল ডান বয়েস।
এর আগে ফাইনালে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে বঙ্গবন্ধু টি-২০ কাপের শিরোপা জেতে জেমকন খুলনা। দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে এ নিয়ে পঞ্চমবারের মতো শিরোপার স্বাদ পেলেন ম্যাশ