Home » ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ে গুগল, ২ ঘণ্টা পর স্বাভাবিক হলো গুগলের সব সার্ভিস

ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ে গুগল, ২ ঘণ্টা পর স্বাভাবিক হলো গুগলের সব সার্ভিস

বিশ্বব্যাপী গুগলের বিভিন্ন সার্ভিস আবার স্বাভাবিক হয়েছে। ফলে গুগলের ই-মেইল সার্ভিস জিমেইল, ভিডিও দেখার সাইট ইউটিউবসহ অন্যান্য সেবা আবার স্বাভাবিকভাবেই ব্যবহার করা যাচ্ছে। অনলাইনে বিভিন্ন সেবা ব্যাহত হওয়ার খবর প্রদানকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (১৪ ডিসেম্বর) বিকাল ৫টা ১৭ মিনিট থেকে শুরু হয় সমস্যাটি। পরবর্তীতে ৭টা ১২ মিনিট থেকে সমস্যার সমাধান হয়। গুগলের সার্ভিসগুলো ডাউন হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা টুইটারে #YoutubeDown, #GmailDown হ্যাশট্যাগে সমস্যার কথাটি জানিয়েছেন। স্বাভাবিক হয়েছে গুগলের সব সার্ভিস সবক’টি সার্ভিস আবার স্বাভাবিক হওয়ার পরে এখন গুগলের সব সার্ভিস পুনরায় ব্যবহার করতে পারছেন ব্যবহারকারীরা।

গুগলের বিভিন্ন সার্ভিসে কোনও সমস্যা হলে বা সেটি কি অবস্থায় আছে সেটি https://www.google.com/appsstatus থেকে জানা যায়। এখানে বর্তমানে গুগলের সব সার্ভিসের পাশে সবুজ চিহ্ন রয়েছে। সাধারণত সমস্যা হলে এসব সার্ভিসের পাশে অন্য রঙের চিহ্ন থাকে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *