Home » নাকে স্প্রে করলেই প্রতিরোধ করা যাবে করোনা!

নাকে স্প্রে করলেই প্রতিরোধ করা যাবে করোনা!

এবার নাকে স্প্রে করলেই প্রতিরোধ করা যাবে করোনাভাইরাস। শুনতে অবাক মনে হলেও এমনই স্প্রে আবিষ্কার করেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় ও জৈব প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান রেগেনেরন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, এ স্প্রে নাক ও গলায় স্প্রে করলে তা থেকে অ্যান্টবডি তৈরি হবে এবং এটি সার্স-কোভ-২ ভাইরাস প্রতিরোধ করতে পারবে। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস উইলসন এ স্প্রে উৎপাদনের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জিন প্রযুক্তির একজন পুরোধা ব্যক্তি হিসেবে পরিচিত।

এএফপিকে এ জিন বিজ্ঞানী বলেছেন, ‘আমাদের পদ্ধতির সুবিধা হলো এর জন্য আপনার কার্যকরী রোগ প্রতিরোধ ক্ষমতারও দরকার নেই।’ অর্থাৎ উইলসনের কথা স্পষ্ট যে এটি কম রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারীরা ব্যবহার করলেও করোনার বিরুদ্ধে লড়ার মতো শক্তি তৈরি করতে পারবে।

বর্তমানে এ প্রযুক্তি প্রাণির ওপর পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন উইলসন। তার আশা, এটি সফল হবে এবং এটি কেউ এক ডোজ ব্যবহার করলে ছয় মাস পর্যন্ত সুরক্ষিত থাকতে পারবেন। করোনা ভ্যাকসিননের পরিপূরক এ প্রযক্তি শিগগিরই অনুমোদন পাবে বলেও আশা করেন তিনি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *