গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জ এর ঢাকাদক্ষিণ ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের সামনের ফটিক এর বাউন্ডারি বেশ কিছু বছর যাবত ভাংগা। এ নিয়ে সরকারের বিভিন্ন সংগঠন এর আছে উন্নয়নের এর জন্য আর্থিক সহযোগিতার জন্য আবেদন করা হয়েছে। কিন্তু আবেদন করার পরও কোন ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না। এ স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিনই সেবা নিতে লোকজন আসেন। বাউন্ডারি না থাকায়, ভিতরে চলে আসে অসংখ্য যানবাহন এবং এ যানবাহনের কারনে উপ স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাছাড়া উপকেন্দ্রের ছাদে অসংখ্য ফাটলের সৃষ্টি হয়েছে। বৃষ্টি দিলেই পানি চুয়ে চুয়ে ভিতরে প্রবেশ করে।
শুদ্ধবার্তা টুয়েন্টিফোর এর প্রতিনিধি মোহাম্মদ আশিকুর রহমানের সাথে এক সাক্ষাৎকারে ঢাকাদক্ষিন ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত ইনচার্জ হেলাল উদ্দিন ( উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার) বলেন, বেশ কয়েক বছর যাবত সরকারের নিকট আবেদন করে আসছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোন সারা না পাওয়ায় স্বাস্থ্য কেন্দ্রটির বেহাল অবস্থা রয়ে যাচ্ছে। বৃষ্টি আসলেই ছাদের ফাটল চুয়ে ভিতরে পানি প্রবেশ করে এবং স্বাস্থ্য কেন্দ্রের মূল ফটকের সামনে বাউন্ডারি না থাকায় অসংখ্য যানবাহন পার্কিং করে জায়গা দখল করে রাখে।
তাই সরকারের নিকট আবেদন থাকবে যত দ্রুত সম্ভব এটির যাতে সমাধানে করা হয়।